সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2856

Published on নভেম্বর 19, 2019
  • Details Image

ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে হাসিনা দৌলা তৃতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঞ্জুরুল আলম রাজীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে স্থানীয় নেতাদের ঐকমত্যের ভিত্তিতে সভাপতি এবং সাধারণ চূড়ান্ত করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই ঐক্যের ফল ভোগ করছে গোটা এলাকার সাধারণ মানুষ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাবো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত