1564
Published on নভেম্বর 19, 2019আগামী ৪ ডিসেম্বর সম্মেলন উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় সম্মেলন সফলভাবে আয়োজনে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আখতার জাহানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সদস্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ ডা. মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, সাবেক এমপি মিরাজ উদ্দিন মোল্লা, আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতাসহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ এবং ৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। একইসাথে সম্মেলন আয়োজনে রাসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটনকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি, ১৮ নভেম্বর ২০১৯