1934
Published on নভেম্বর 14, 2019কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে পৌর শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ওবায়দুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইরশাদ-ই হাবীব মোফা, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, মোশারফ হোসেন, অধ্যক্ষ আহসান হাবীব রানাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিকেল ৫টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর বৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও আবু সাঈদ সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।