কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি

2703

Published on নভেম্বর 13, 2019
  • Details Image

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ২য় অধিবেশন কানাইঘাট পৌর শহরস্থ ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

লুৎফুর রহমান কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সিরাজুল ইসলাম যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

এর আগে বিকাল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ মাঠে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী সহ জেলা ও মহানগরের অন্যান্যে নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।

সম্মেলনের ১ম অধিবেশনে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ উপজেলার ৯টি ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত