1031
Published on নভেম্বর 10, 2019খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সম্মেলনে সনজিব ত্রিপুরাকে সভাপতি ও বিশ্বজিৎ রায় দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, কল্যাণমিত্র বড়ুয়া, চাইথোঅং মারমা, এ কে এম আলিম উল্লাহ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, মো. নুরুল আজম, চন্দন কুমার দে প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সনজিব ত্রিপুরাকে সভাপতি ও বিশ্বজিৎ রায় দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সৌজন্যেঃ কালের কণ্ঠ