1750
Published on নভেম্বর 10, 2019কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রফিকুল ইসলাম চুনু সভাপতি ও শামিমুল ইসলাম ছানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভেড়ামারা কলেজ মাঠে প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।
সংগঠনের জেলা সভাপতি আলহাজ সদর উদ্দিন সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামীমুল ইসলাম ছানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, দৌলতপুরের (কুষ্টিয়া-১) সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু প্রমুখ।
সম্মেলনে উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই নানা রকম ব্যানার- ফেস্টুন নিয়ে স্বতঃস্ফুর্তভাবে সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মাধ্যমে ভেড়ামারা উপজেলার আওয়ামী লীগের ৩বছরের জন্য আলহাজ মোঃ রফিকুল ইসলাম চুনুকে সভাপতি ও আলহাজ শামীমুল ইসলাম ছানাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা নির্বাচিত করা হয়।