সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে

1370

Published on নভেম্বর 10, 2019
  • Details Image

সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া সম্মেলন ও কাউন্সিল চলে রাত ১১টা পর্যন্ত। কাউন্সিল শেষে রাত ১১টায় সম্মেলনটির ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।

এতে সভাপতি পদে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল ছাড়াও প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক আহমদ, আরিফ চৌধুরী কফি, মুবিন জায়গীরদার, সাবেক ছাত্র নেতা আব্দুল আহাদ বাবলু। জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা এ পদে সকলকে সমঝোতা করতে আহবান করলে এক পর্যায়ে তারা পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সমর্থন দিয়ে দেন।

সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের মধ্যে ভোট গ্রহণ হয়। কাউন্সিলরদের ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ।

এ পদে আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর এম ফজলুল আলম পেয়েছেন ৪৬টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান পেয়েছেন ৩৮টি ভোট, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ৯টি এবং সুহেল আহমদও পেয়েছেন ৯টি ভোট।

ভোট গ্রহণের পূর্বে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, শাহিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, আ’লীগ নেতা রুমেল সিরাজ প্রমুখ।

 

Source: sylhettoday24

Live TV

আপনার জন্য প্রস্তাবিত