1876
Published on নভেম্বর 9, 2019কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। সম্মেলনে অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র একমাত্র ছেলে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটুকে সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সীকে সিনিয়র সহ-সভাপতি, এড. মহিউদ্দিন আহমেদ আলমকে সাধারণ সম্পাদক, আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান মাস্টারকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন, অধ্যাপক হেদায়েত উল্লাহ্;, নূরুল ইসলাম তুহিনকে সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্; আজাদকে প্রচার সম্পাদক, আবু বকর সিদ্দীক কে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম সুমনকে তথ্য ও গবেষণা সম্পাদক করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন। প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম.হুমায়ূন মাহমুদ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্ধসঢ়;সী, চান্দিনা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন।