আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত

1652

Published on নভেম্বর 9, 2019
  • Details Image

আগামী ৭ ডিসেম্ভর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারে মঙ্গলবার দুপুরে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সভার উদ্বোধন করেন বগুড়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদরত-ই-এলাহী কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, সাবেক গর্ভনর কছিম উদ্দিন, জেলা সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ন সম্পাদক টি জামান নিকেতা, রাকিবুল হাসান রিপু, মন্জুরুল আলম মোহন। সম্পাদনা: জেরিন মাশফিক

Live TV

আপনার জন্য প্রস্তাবিত