1571
Published on নভেম্বর 9, 2019বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (০৬ নভেম্বর) দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহী আলম বাচ্চু।
সম্মেলনে শেখ বশিরুল ইসলাম সভাপতি ইবনে মিজান হিরুকে সাধারন সম্পাদক পূনরায় নির্বাচিত করা হয়।উৎসব মুখর পরিবেশে বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন।
বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শেখ কামরুজ্জামান টুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, জেলা আওয়ামীলীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট জেলা অওয়ামীলীগের সদস্য তালুকদার আব্দুল বাকী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতি ক্রমে শেখ বশিরুল ইসলাম সভাপতি এবং ইবনে মিজান হিরুকে সাধারন সম্পাদক পূনরায় ঘোষনা করা হয়।