1695
Published on নভেম্বর 9, 2019রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে আনারুল ইসলাম মায়া সভাপতি ও আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয় মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও রংপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও থানার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে দুই জনসহ মোট তিন প্রার্থীর মধ্যে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে আনারুল ইসলাম মায়া সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে, সম্মেলনের সভাপতি রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।