891
Published on নভেম্বর 7, 2019বাঞ্ছাররামপুর উপজেলার খোশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সম্মেলন উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কমিটিতে কোনো মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের ঠাই হবে না। মানুষকে হয়রানি করে এমন কাউকে কমিটিতে রাখা হবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, নজরুল ইসলাম ব্রিটিশ, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, শিক্ষা সম্পাদক সাইদ আহমেদ বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মহসিনুল হাসান বাবু, যুব ও ক্রীড়া সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আবদুল হক, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক জাকারিয়া খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মমিনুল হক অপু, সদস্য জাকির হোসেন, সহ-দফতর সম্পাদক মনিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া।
আগামী ২৬ অক্টোবর বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কমপক্ষে ২ হাজার নেতাকর্মী উপস্থিত হন।