কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

2033

Published on নভেম্বর 7, 2019
  • Details Image

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় কৃষকলীগের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হলো কৃষক লীগের জাতীয় সম্মেলন।

বেলা ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পরিবেশন করা হয় কৃষক লীগের ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ থিম সং।

কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই। ওই সম্মেলনে সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও খোন্দকার শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত