১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত

12009

Published on জুন 12, 2019
  • Details Image

পটুয়াখালী ও ময়মনসিংহ সদর এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন- শফিকুল ইসলাম (কমলাপুর ইউনিয়ন) এবং রুবেল আহমেদ (ভুরিয়া ইউনিয়ন)।

ময়মনসিংহ সদর উপজেলার প্রার্থীরা হচ্ছেন- মো. আবু সাঈদ (সিরতা ইউনিয়ন), রেজায়ে মোহাম্মদ জিয়াউল হাসান (চর ঈশ্বরদিয়া ইউনিয়ন), মো. তোফাজ্জল হোসেন (চর নিলক্ষীয়া ইউনিয়ন), মো. মাহমুদুল হক কামরুল (খাগদাহার ইউনিয়ন), মো. হুমায়ুন হাসান (দাপুনিয়া ইউনিয়ন), মো. আব্দুছ ছাত্তার (ভাবখালী ইউনিয়ন)।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন- মো. রফিকুল ইসলাম চৌধুরী (চর কালকিনি ইউনিয়ন) এবং আবু বকর ছিদ্দিক (সাহেবের হাট ইউনিয়ন)।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত