আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার

6924

Published on মে 9, 2019
  • Details Image

বৃহত্তর চট্টগ্রামের ৭ জেলার নেতৃবৃন্দকে নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে শনিবার (১১ মে)। নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রতিনিধিরা যোগ দেবেন।

কমিটি ঘোষণার আগে থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিট সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা এই বর্ধিত সভায় আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন জেলার উপজেলা, থানা ও ইউনিট সম্মেলন আয়োজনের উদ্যোগ নিতে কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু নির্বাচনের কারনে তা পেছানো হয়।

আগামি অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাংগঠনিক নিয়মানুযায়ী, এ সম্মেলনের আগে দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানার সম্মেলন সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে।

বর্ধিত সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগে জেলা-মহানগরের সম্মেলন এবং এর আগে থানা-ইউনিটের সম্মেলন করতে হয়। বর্ধিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত