প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
উপবৃত্তি প্রকল্প
- বর্তমানে দেশের ১০০% শিশুকে উপবৃত্তির আওতাভুক্ত করায় সুবিধাভোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখে এ উন্নীত হবে।
স্কুল ফিডিং প্রকল্প
- ৩৩ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর মাঝে উচ্চ পুষ্টিমান সম্পন্ন বিস্কুট বিতরণ করা হচ্ছে। এছাড়া ১৩৬টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।
শিক্ষা উপকরণ সরবরাহ
- ভিশন ২০২১’ বাস্তবায়নসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫০৩টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫৫০০টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, ইন্টারনেট মডেম ও সাউন্ড সিস্টেম সরবরাহ করা হয়েছে।
ভৌত অবকাঠামো উন্নয়ন
- বিদ্যালয়বিহীন গ্রামে ১,১২৩টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে।
সরকারিকরণ ও নিয়োগ
- ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণার পর ইতোমধ্যে ২৫,৮৩১টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ৯১,০০০ জন শিক্ষকের চাকুরী জাতীয়করণ করা হয়েছে এবং ১১,৪৮০ জনের চাকুরী জাতীয়করণের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত আছে।
- সকল প্রাথমিক বিদ্যালয়ে ১ জন করে মোট ৩৭,৬৭২ টি প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে মোট ১,০৮,২০০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
- ৯ বছরে সর্বমোট ২৬০ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯০টি বই বিতরণ করা হয়েছে।
- ২০১৭ সালে সরকার ৫টি নৃগোষ্ঠীর ভাষায় ৭৭ লাখ ২৮২টি বই ছাপিয়ে বিতরণ।
- ২০১৭ শিক্ষাবর্ষে দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য প্রথমবারের মত ৯৭০৩ কপি ব্রেইল পাঠ্যপুস্তক সরবরাহ।
- স্নাতক পর্যায় পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এ ট্রাস্ট ফান্ডে সরকার ১০০০ কোটি টাকা প্রদান করেছে।
- সারাদেশে মোট ৬৪০টি বিদ্যালয়ে ও.ঈ.ঞ. খধন (৫১২টি বিদ্যালয় ও ১২৮টি মাদরাসা) স্থাপনের মধ্যে ৫৮৮টির অবকাঠামো সংস্কার সম্পন্ন হয়েছে।
- ২৩ হাজার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে আই.সি.টি. সামগ্রী (ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ইন্টারনেট সংযোগসহ মডেম) সরবরাহ। ২৪ হাজার ১২২ জন শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাশরুমের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
- ইতোমধ্যে প্রায় ১৬ লক্ষ ৯৮ হাজার ১৩৬ জন শিক্ষককে কম্পিউটার, ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
উচ্চ শিক্ষার প্রসার ও গুণগত মান
- ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে।
- এ পর্যন্ত বেসরকারি বিদ্যালয় ১০১৯, বেসরকারি কলেজ ১৬৫ এবং বেসরকারি মাদ্ রাসা ৩১০টি অর্থাৎ ১ হাজার ৪৯৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এম.পি.ও ভুক্ত করা হয়েছে।
- এ পর্যন্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯০৬১ জন এবং বেসরকারি মাদ্ রাসার ৩৯,৩২৪ জন অর্থাৎ সর্বমোট ১ লক্ষ ৩৫ হাজার ৫৫৪ জন শিক্ষক কর্মচারীকে এম.পি.ও.ভুক্ত করা হয়েছে।
- এ পর্যন্ত ২৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে
মাদরাসা শিক্ষা
- ৩৩টি মডেল মাদরাসায় আধুনিক ভবনসহ ল্যাব স্থাপন করা হয়েছে। মাদরাসা শিক্ষার আধুনিকায়নে ৩৫টি মডেল মাদরাসা স্থাপন, ৫২টি মাদরাসা অনার্স কোর্স চালু করা হয়েছে। ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- কওমি মাদরাসাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। দাওরা হাদিস পর্যায়কে মাস্টার্স মান দেওয়া হয়েছে।