ব্যারিস্টার মওদুদ আহমেদের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

4951

Published on জুন 25, 2018
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি আজ (২৪ জুন, রবিবার) এক বিবৃতিতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের অপরিহার্য কর্মসূচি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতা মওদুদ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। প্রকৃতপক্ষে, স্বৈরশাসনের গর্ভ থেকে জন্ম নেওয়া বিএনপি ও তাদের নেতারা জনগণের মুখোমুখি হতে ভয় পান। নির্বাচনে জিতলে আছি, হারলে নাই নীতিতে রাজনীতি করে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে নোংরা রাজনীতি বিএনপি’র আজন্ম দোষ।

তিনি আরও বলেন, বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্য গণতন্ত্র বিরোধী এবং নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী। ব্যারিস্টার মওদুদ আহমেদ স্বাধীন বাংলাদেশের কালো অধ্যায় সামরিক শাসনের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক ছিলেন। বাংলাদেশের কারচুপির নির্বাচনের অপসংস্কৃতির অন্যতম প্রধান কুশীলব ব্যারিস্টার মওদুদ আহমেদ। দেশবাসী ভুলে যায়নি, মওদুদ আহমেদের নেতৃত্বে সাংবিধানিক শাসনের পরিপন্থী তথাকথিত হ্যাঁ-না ভোট পদ্ধতি প্রচলন, ভোটারবিহীন নির্বাচন এবং ১৯৭৯ সালের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়া-এরশাদ দুই জন সামরিক স্বৈরাচারের অন্যতম প্রধান সহচর মওদুদ আহমেদের মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা মানায় না। ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো ব্যক্তিরা বরাবরই গণতন্ত্র ও জনস্বার্থবিরোধী অপশক্তির ক্রীড়নক হিসেবে কাজ করেছে।

বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতৃবৃন্দকে ষড়যন্ত্র ও অপরাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির মূল ধারায় ফিরে আসার এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।

তারিখ : ২৪ জুন ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত