সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

2178

Published on জুন 23, 2018
  • Details Image

আজ বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। সভায় নিম্নোক্ত প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ

আসন নং-২৭ কুড়িগ্রাম-৩

নামঃ এম এ মতিন

রাজশাহী সিটি কর্পোরেশন

প্রার্থীর নামঃ এ. এইচ. এম. খায়রুজ্জামান (লিটন)

বরিশাল সিটি কর্পোরেশন

প্রার্থীর নামঃ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

সিলেট সিটি কর্পোরেশন

প্রার্থীর নামঃ বদর উদ্দীন আহম্মদ (কামরান)

উপজেলা পরিষদ
জেলা : রাজশাহী, উপজেলা : দুর্গাপুর

পদের নামঃ ভাইস চেয়ারম্যান

প্রার্থীর নামঃ বিনয় কুমার

জেলা : ময়মনসিংহ, উপজেলা : তারাকান্দা

পদের নামঃ চেয়ারম্যান

প্রার্থীর নামঃ মো. ফজলুল হক

পদের নামঃভাইস চেয়ারম্যান

প্রার্থীর নামঃ মো. নজরুল ইসলাম চৌধুরী

পদের নামঃ মহিলা ভাইস চেয়ারম্যান

প্রার্থীর নামঃ সালমা আক্তার খাতুন

জেলা : হবিগঞ্জ, উপজেলা : আজমিরীগঞ্জ

পদের নামঃ চেয়ারম্যান

প্রার্থীর নামঃ মো. মিসবাহ উদ্দিন ভুঁইয়া

জেলা : চাঁদপুর, উপজেলা : শাহরাস্তি

পদের নামঃ চেয়ারম্যান

প্রার্থীর নামঃ মো. কামরুজ্জামান মিন্টু

পৌরসভা নির্বাচন

জেলা : নারায়ণগঞ্জ

উপজেলা- আড়াই হাজার

পৌরসভাঃ গোপালদি

প্রার্থীর নামঃ এম এ হালিম সিকদার

পৌরসভাঃ আড়াইহাজার

প্রার্থীর নামঃ মো. সুন্দর আলী

জেলা : কক্সবাজার

উপজেলাঃ কক্সবাজার সদর

পৌরসভার নামঃ কক্সবাজার

প্রার্থীর নামঃ মুজিবুর রহমান

ইউনিয়ন পরিষদ নির্বাচন

জেলা: জয়পুরহাট

উপজেলাঃ ক্ষেতলাল

ইউনিয়নঃ বড়াইল

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. আবু রাশেদ আলমগীর

জেলা: সিরাজগঞ্জ

উপজেলাঃ কাজিপুর

ইউনিয়নঃ খাসরাজবাড়ী

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. জহুরুল ইসলাম

জেলা: পটুয়াখালী

উপজেলাঃ কলাপাড়া

ইউনিয়নঃ লালুয়া

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মীর তারিকুজ্জামান তারা

জেলা: বরিশাল

উপজেলাঃ আগৈলঝাড়া

ইউনিয়নঃ গৈলা

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. শফিকুল হোসেন

জেলা: টাঙ্গাইল

উপজেলাঃ কালিহাতি

ইউনিয়নঃ বীরবাসিন্দা

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. ছোহরাব আলী
 

উপজেলাঃ কালিহাতি

ইউনিয়নঃ পারখী

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. আজিজুর রহমান তালুকদার

জেলা: মানিকগঞ্জ

উপজেলাঃ ঘিওর

ইউনিয়নঃ নালী

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. আব্দুল কুদ্দুস

জেলা: নরসিংদী

উপজেলাঃ রায়পুরা

ইউনিয়নঃ বাঁশগাড়ী

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. আশরাফুল হক


জেলা: নোয়াখালী

উপজেলাঃ বেগমগঞ্জ

ইউনিয়নঃ ছয়ানী

চেয়ারম্যান প্রার্থীর নামঃ মো. শাহাদাত হোসেন

Live TV

আপনার জন্য প্রস্তাবিত