গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

10119

Published on এপ্রিল 19, 2018
  • Details Image

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর নির্বাচনী কর্মকা- যথাযথভাবে পরিচালনার জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লাহ খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। একইসাথে আলহাজ্ব এড. আজমত উল্লাহ খানকে উক্ত নির্বাচনের ‘‘প্রধান নির্বাচনী এজেন্ট” মনোনীত করা হয়েছে।

গতকাল ১৮ এপ্রিল ২০১৮ সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি এবং প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর কবির নানক এমপি এবং অন্যান্য সদস্যরা হলেন- ডা. দীপু মণি এমপি, আহমদ হোসেন, আখতারুজ্জামান, অ্যাড. আফজাল হোসেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), শামসুন নাহার চাঁপা ও অসীম কুমার উকিল।

তারিখ: ১৯ এপ্রিল ২০১৮

প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত