4734
Published on মার্চ 27, 2018
সময় সংশোধনী
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আগামীকাল ৪ এপ্রিল ২০১৮ বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি ৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কেন্দ্রীয় সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যগণ, খুলনা বিভাগের অন্তর্গত সকল জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেহেরপুর জেলার অন্তর্গত উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ
২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা
তারিখ : ৩ এপ্রিল ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি