২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

4857

Published on মার্চ 22, 2018
  • Details Image

 

প্রেস বিজ্ঞপ্তি
সংশোধনী
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’। এই দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২৫ মার্চ ২০১৮ রবিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র আহ্বান
অপর এক পৃথক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আগামী ২৫ মার্চ রবিবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা-কর্মীসহ দলের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহকে ‘গণহত্যা দিবস’-এর মর্যাদা অনুযায়ী সভা, সমাবেশ, র‌্যালি, আলোকচিত্র প্রদশর্নীসহ বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগ
২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা
তারিখ: ২২ মার্চ ২০১৮

Live TV

আপনার জন্য প্রস্তাবিত