উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

32724

Published on মার্চ 17, 2018
  • Details Image

বঙ্গবন্ধুর জন্মদিন ও মহান স্বাধীনতার মাসে জাতিসংঘের উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলো বাংলাদেশ।

নিউ ইয়র্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের হাতে চিঠিটি তুলে দেন জাতিসংঘের সিপিডি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস।

বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ২০১৫ সালের জুলাইয়ে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয় ।এবার জাতিসংঘও বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিলো।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল এর মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের প্রয়োজন:
- মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার,বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৬১০ ডলার
-মানবসম্পদ সূচকে ৬৪ পয়েন্ট থাকতে হয় যেখানে বর্তমানে বাংলাদেশের আছে ৭২ পয়েন্ট রয়েছে
-বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির পয়েন্ট এখন ২৫ দশমিক ২ শতাংশ। এই পয়েন্ট ৩৬ এর বেশি হলে স্বল্পন্নোত দেশের কাতারে থাকতে হয়

জাতিসংঘের সিপিডি এক্সপার্ট গ্রুপের চেয়ার হোসে অ্যান্তোনিও ওকাম্পো বাংলাদেশের গতিশীল রপ্তানি খাত, মানবিক সম্পদ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

‌জাতিসংঘের এলডিসি, এলএলডিসি ও সিডস্ সংক্রান্ত কার্যালয়ের প্রতিনিধি আন্ডার সেক্রেটারি জেনারেল উটইকামানু বলেন দ্রারিদ্র্য হ্রাস ও উন্নয়নের অগ্রগতির জন্য বাংলাদেশে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে'


জাতিসংঘের সিপিডি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস বলেন বাংলাদেশের জাতীয় আয়ের কাঙ্ক্ষিত বৃদ্ধি, স্বাস্থ্য-শিক্ষাসহ সামাজিক খাতগুলোর ব্যাপক উন্নয়ন বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে ভূমিকা রেখেছে।'

Live TV

আপনার জন্য প্রস্তাবিত