নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের স্বজনদের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

985

Published on মার্চ 15, 2018
  • Details Image
আজ ১৫ মার্চ ২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় নিহত কো-পাইলট পৃথুলা রশিদের মিরপুর ডিওএইচএস-এর বাসায় বিকেল সাড়ে ৩টায়, ক্যাপ্টেন আবিদ সুলতান-এর উত্তরার বাসায় বিকেল সাড়ে ৪টায় এবং তাহিরা তানভীন শশী রেজার মোহাম্মদপুরের বাসায় বিকেল সাড়ে ৫টায় গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেয় এবং গভীর সমবেদনা জ্ঞাপন করে। 
 
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস, এম কামাল হেসেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত