7487
Published on মার্চ 1, 2018সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির চিরন্তন অনুপ্রেরণার নিরন্তন উৎস। প্রকৃতার্থে ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার মৌলিক দলিল। বাঙালির বিশ্বজয়ের অমর স্লোগান। যা আজ বিশ্ব ইতিহাসের এক অনন্য দলিল। ২০১৭ সালের ৩১ অক্টোবর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব্ দ্য ওয়াার্ল্ড রেজিস্টার’-এ অনুর্ভুক্ত করে ইউনেস্কো। ঐতিহাসিক ৭ মার্চের অনন্য স্মৃতি-বিজড়িত দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে আগামীকাল ১ মার্চ থেকে ৭দিন ব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ, সাজসজ্জা, মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, র্যালি, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রকাশসহ বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে যথাযথভাবে ঐতিহাসিক ৭ মার্চ পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনুরোধ জানিয়েছেন।
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি