4518
Published on ফেব্রুয়ারি 4, 2018বাংলাদেশ জাতীয় সংসদ ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০১৮ যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং আগামী ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি