1593
Published on জানুয়ারি 25, 2018একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে আগামীকাল ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হচ্ছে। এই সফরসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এছাড়াও নিম্নোক্ত জেলায় আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
প্রথম দিনের (২৬ জানুয়ারি) সফরসূচি :
মানিকগঞ্জ জেলাঃ ওবায়দুল কাদের এমপি, অ্যাড. সাহারা খাতুন এমপি, অ্যাড. আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, ডা. দীপু মণি এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, নুরুল মজিদ হুমায়ুন এমপি, আখতারুজ্জামান, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, অ্যাড. কামরুল ইসলাম এমপি, সিমিন হোসেন রিমি এমপি, অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
বগুড়া জেলাঃ লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ডা. রোকেয়া সুলতানা, মোঃ মমতাজ উদ্দিন।
নড়াইল জেলাঃ শ্রী পীষুষ কান্তি ভট্টাচার্য্য, আব্দুর রহমান এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস, এম কামাল হোসেন, অ্যাড. আমিরুল আলম মিলন।
ফেনী জেলাঃ অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, মাহবুবউল-আলম হানিফ এমপি, একেএম এনামুল হক শামীম, ফরিদুন্নাহার লাইলী, হারুনুর রশীদ।
দ্বিতীয় দিনের (২৭ জানুয়ারি) সফরসূচি :
নাটোর জেলাঃ লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, খালিদ মাহ্্মুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ডা. রোকেয়া সুলতানা, মোঃ মমতাজ উদ্দিন।
পটুয়াখালী জেলাঃ আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, আব্দুর রহমান এমপি, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি, অ্যাড. আফজাল হোসেন, ড. শাম্মী আহমেদ, অ্যাড. শ. ম রেজাউল করিম।
বান্দরবান জেলাঃ ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, ড. হাছান মাহমুদ এমপি, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম মহানগর), দীপংকর তালুকদার, আমিনুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারিখ: ২৬ জানুয়ারি ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি