বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর

11746

Published on জানুয়ারি 13, 2018
  • Details Image

 

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২৬ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করছে। সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে এ লক্ষে ১৫টি টিম গঠন করা হয়েছে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত এই টিমসমূহ আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন এবং স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

গঠিত টিমসমূহের সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সফরের দিনক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

সফরকারী নেতৃবৃন্দের নাম নিম্নরুপ :


টিম ১ঃ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী

তোফায়েল আহমেদ এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক এমপি, বি. এম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

টিম ২ঃ রংপুর, রংপুর মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা

আমির হোসেন আমু এমপি, বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক এমপি, বি.এম মোজাম্মেল হক এমপি, টিপু মুন্সী এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. শাম্মী আহমেদ।

টিম ৩ঃ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, সিরাজগঞ্জ

মোহাম্মদ নাসিম এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠাণ্ডু, প্রফেসর মেরিনা জাহান।

টিম ৪ঃ জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর

লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ডা. রোকেয়া সুলতানা, মোঃ মমতাজ উদ্দিন।

টিম ৫ঃ বাগেরহাট, খুলনা, খুলনা মহানগর, সাতক্ষীরা, যশোর, নড়াইল

শ্রী পীষুষ কান্তি ভট্টাচার্য্য, আব্দুর রহমান এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস, এম কামাল হোসেন, অ্যাড. আমিরুল আলম মিলন।

টিম ৬ঃ মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর

কাজী জাফর উল্লাহ, মাহবুবউল-আলম হানিফ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দেলোয়ার হোসেন, এস. এম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা।

টিম ৭ঃ বরিশাল, বরিশাল মহানগর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি

আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, আব্দুর রহমান এমপি, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি, অ্যাড. আফজাল হোসেন, ড. শাম্মী আহমেদ, অ্যাড. শ. ম রেজাউল করিম।

টিম ৮ঃ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী

সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ডা. দীপু মনি এমপি, আব্দুর রহমান এমপি, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, আলহাজ্ব অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বি. এম মোজাম্মেল হক এমপি, একেএম এনামুল হক শামীম, হাবিবুর রহমান সিরাজ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু।

টিম ৯ঃ টাংগাইল, শেরপুর, জামালপুর

ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, ডা. দীপু মণি এমপি, মোঃ মিজবাহউদ্দিন সিরাজ অ্যাড. ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মির্জা আজম এমপি, শামসুন নাহার চাঁপা, মারুফা আক্তার পপি।

টিম ১০ঃ নেত্রকোনা, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, কিশোরগঞ্জ

সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, ডা. দীপু মণি এমপি, আহমদ হোসেন, মোঃ মিজবাহউদ্দিন সিরাজ অ্যাড. ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, অসীম কুমার উকিল, মোঃ আব্দুছ ছাত্তার, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

টিম ১১ঃ সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ

আবুল মাল আবদুল মুহিত এমপি, তোফায়েল আহমেদ এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, মাহবুবউল-আলম হানিফ এমপি, আহমদ হোসেন, অ্যাড. মোঃ মেজবাউদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমেদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, মোঃ গোলাম কবীর রাব্বানী চিনু।

টিম ১২ঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার

ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, ড. হাছান মাহমুদ এমপি, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম মহানগর), দীপংকর তালুকদার, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম।

টিম ১৩ঃ কুমিল্লা, কুমিল্লা মহানগর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া

শেখ ফজলুল করিম সেলিম এমপি, অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, ডা. দীপু মনি এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, একেএম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, র. আ. ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, অ্যাড. নজিবুল্লাহ হিরু।

টিম ১৪ঃ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী

অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, মাহবুবউল-আলম হানিফ এমপি, একেএম এনামুল হক শামীম, ফরিদুন্নাহার লাইলী, হারুনুর রশীদ।

টিম ১৫ঃ ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, গাজীপুর, গাজীপুর মহানগর, মানিকগঞ্জ

ওবায়দুল কাদের এমপি, অ্যাড. সাহারা খাতুন এমপি, অ্যাড. আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, ডা. দীপু মণি এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, নুরুল মজিদ হুমায়ুন এমপি, আখতারুজ্জামান, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, অ্যাড. কামরুল ইসলাম এমপি, সিমিন হোসেন রিমি এমপি, অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

তারিখ: ১২ জানুয়ারি ২০১৮

প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত