গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ এর মৃত্যুতে শোক

1650

Published on ডিসেম্বর 19, 2017
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক শোক বিবৃতিতে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ সকাল ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গোলাম মোস্তফা আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, সন্তান-সন্ততি আত্মীয়-পরিজনসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তারিখ: ১৯ ডিসেম্বর ২০১৭

প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত