উন্নয়নের চালচিত্র পঞ্চম পর্ব ঃ সশস্ত্র বাহিনী, স্বরাষ্ট্র, ভুমি

2889

Published on ডিসেম্বর 28, 2013
  • Details Image

‘ভিশন ২০২১’ বাস্তবায়ন এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, স্বরাষ্ট্র ও ভুমির উন্নয়নের জন্য যেসকল পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবীদার।

উন্নয়নের চালচিত্রের পঞ্চম কিস্তিতে আজ তা তুলে ধরে হল-
সশস্ত্র বাহিনী

  • সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ৪৪টি চতুর্থ প্রজন্মের ট্যাংক (এমবিটি-২০০০), ৩টি রিকভারী ভেহিক্যাল এবং ট্যাংক টি-৫৯ এর জন্য ১২৯ টি ওয়্যারলেস সেট (ভিআরসি-২০০০এল) ক্রয়। একটি নতুন রেজিমেন্ট গঠনের সুযোগ সৃষ্টি।
  • আর্মি এভিয়েশন গ্রুপের জন্য ২ ইঞ্জিন বিশিষ্ট ২টি হেলিকপ্টার ও ফিক্সড উইং বিমান ক্রয়
  • ‘বিজয়’ ও ‘ধলেশ্বরী’ সহ ৪ টি করভেট (যুদ্ধজাহাজ) সংযোজন। জরিপ জাহাজ ‘অনুসন্ধান’ ক্রয়
  • জাহাজ ও বিমান বিধ্বংসী মিসাইল সংযোজন
  • বিমান বাহিনীর আধুনিকায়নে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স (শোরাড) ক্রয়
  • মিগ-২৯ বিমানের জন্য ৪৮টি মিসাইল এবং এফ-৭ সিরিজ বিমানের ৮০ টি মিসাইল সংযোজন
  • সশস্ত্র বাহিনীর ৩৩ হাজার ৫৩৫ জন শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রেরন
  • বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন। রাজধানীর সৌন্দর্যবর্ধন।
  • মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার এবং বনানী রেল ক্রসিং-এ ওভারপাস নির্মান.

স্বরাষ্ট্র

  • ৬২টি থানাকে মডেল থানায় উন্নীতকরন
  • এসআই ও টিএসআই পদকে ৩য় শ্রেনী হতে ২য় শ্রেনীতে এবং ইন্সপেক্টর পদকে ১ম শ্রেনীতে উন্নীতকরন
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৬ হাজার ৭৭৩জন পুলিশ সদস্য প্রেরন। বিদেশে সুনাম অর্জন
  • আনসার ও ভিডিপি অধিদপ্তরে নতুন ২ হাজার ২৩৫টি পদ সৃষ্টি
  • কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার নির্মান। ১৫টি জেলা কারাগার নির্মান
  • ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মান। মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা প্রবর্তন। এর ফলে বাংলাদেশের নাগরিকদের হয়রানি হ্রাস
  • ২৫৫টি ফায়ার স্টেশন চালু

ভুমি

  • অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা ২০১২ প্রণয়ন
  • ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালকরন
  • ১ লক্ষ ২০ হাজার ভুমিহীন পরিবারের মধ্যে ৫৫ হাজার একর কৃষি খাস জমি প্রদান
  • গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ১৬৩টি গুচ্ছগ্রামে ৭ হাজার ১৭২টি ভুমিহীন পরিবারকে পুনর্বাসন, চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে ১২৮টি টুইন হাউজ নির্মান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত