বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় অংশীদার হতে আগ্রহী সুইডেন

399

Published on জুন 16, 2017
  • Details Image

সুইডেনের রাজার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে বিনিয়োগ নয়, দেশটির উন্নয়ন প্রচেষ্টায়ও অংশ নিতে আগ্রহী।’

বৈঠক শেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, সুইডেনের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি বলেন, রাজা এবং প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ যে রোল মডেলে পরিণত হয়েছে তা নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে পৌঁছলে রাজা তাঁকে স্বাগত জানান।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত