1182
Published on এপ্রিল 8, 2017শনিবার দুপুরে ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বইটির মোড়ক উন্মোচন করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগেই বাংলা থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি হিন্দিতে অনুবাদ করা হয়েছে।
বইয়ের মোড়ক উন্মোচনের আগে হায়দ্রাবাদ হাউজের ডেকান স্যুইটে দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ওই ভবনের বলরুমে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়। এরপর দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন করেন।
এর আগে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি, উর্দু, জাপানি, ফরাসিসহ বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়।