393
Published on মার্চ 26, 2017পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
এ উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিবর্গ, উপদেষ্টাবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধাগণ, বৈদেশিক কূটনীতিকবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল