এপ্রিল ৭ তারিখে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

421

Published on মার্চ 14, 2017
  • Details Image

ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।

এতে বলা হয়, ৮ এপ্রিল দুই নেতা ভারতের রাজধানীতে আনুষ্ঠানিক বৈঠকে করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফর করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেন।

বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।’

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত