2025
Published on জানুয়ারি 9, 2017বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তিনদিনব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলা দেশের ৬৪টি জেলা এবং ৪৯০টি উপজেলায় একযোগে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল শ্রেণীপেশার মানুষকে সম্পৃক্ত হবার আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন-সর্বস্তরে। সংসদ সদস্য থেকে একেবারে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড মেম্বাররা প্রত্যেকেই, বিভিন্ন শ্রেণী পেশার জনগণরা রয়েছেন, আমাদের প্রশাসনে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংস্থার সদস্যরা- সকলেরই একটি সমন্বিত উদ্যোগ থাকলে পরে এই বাংলাদেশকে আমরা অতি দ্রুত দারিদ্র্যমুক্ত করতে পারব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে সকল জেলা ও উপজেলায় বেলুন ও পায়রা উড়িয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং প্রশাসনের কর্মকর্তারা মেলার উদ্বোধন করেন।
এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে- দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে তাঁদের সরকারের উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা।
গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত ছিল টাঙ্গাইল, বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জেলা।
মেলার কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এসব জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আব্দুল হালিম অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মেলার আয়োজন সংশ্লিষ্ট সকল বিষয় অনুষ্ঠানে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অন্যান্যের মধ্যে- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. আব্দুল মালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়।
উন্নয়ন মেলায় জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, ব্যাংক ও বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা মেলায় অংশগ্রহণ করছে।
মেলায় প্রতিদিন সভা, সেমিনার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ছবি ও পোষ্টার প্রদর্শন এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
মেলায় একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ,পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণের পরষ্পরের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও এই মেলা বিশেষ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, আমি আশাকরি এই মেলাটা যেন সফল হয়। কারণ বাংলাদেশকে আমরা খুব দ্রুত দারিদ্রমুক্ত করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, খুলনা থেকে ভিক্ষুক পূনর্বাসনের একটা প্রশংসনীয় উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা নিজেরা উদ্যোগ নিয়ে তাদের একদিনের বেতন অনুদান হিসেবে দিয়ে একটি ফান্ড তৈরী করে তারা খুলনাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন এবং এটি অত্যন্ত সফল হয়েছে।
তিনি বলেন, এক সময় যে ভিক্ষা করতো আজকে সে নিজের পায়ে দাঁড়িয়ে একটি মর্যাদাপূর্ণ জীবীকার পথ বেছে নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমি মনেকরি সমগ্র বাংলাদেশের প্রতিটি নির্বাহী কর্মকর্তা যদি এভাবে উদ্যোগ নেন তাহলে প্রতিটি জেলা-উপজেলা ভিক্ষুকমুক্ত হতে পারে এবং প্রতিটি মানুষ একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। তাঁর ভেতরেও একটি আত্মবিশ্বাস জেগে ওঠে।
প্রধানমন্ত্রী এ প্রসংগে আরো বলেন, ঠিক এমনিভাবে বরিশালেও এটা শুরু হয়েছিল, টাঙ্গাইলে যেটি করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সিটিজেন জার্নালিষ্ট গ্রুপ’ সৃষ্টি করে মরে যাওয়া লৌহজং নদীতে পানির প্রবাহ সৃষ্টির উদ্যোগ তারা নিয়েছেন। তারা একদিকে যেমন নদীকে দখলমুক্ত করেন অন্যদিকে নদীপূণখনন করে নদীতে জলধারা আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেন।
এ ধরণের উদ্যোগ দ্রুত দারিদ্র বিসোচনের পাশপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলেও প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করে খুলনায় পুনর্বাসিক ভিক্ষুক আম্বিয়া বেগমের সঙ্গে ভিপিও কনফারেন্সে মতবিনিময় করেন। আম্বিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় একটি সেলাই মেশিন এবং নগদ কিছু অর্থ সাহায্য পাওয়ায় ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে নিজে আয় করে চলছেন শুনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে তাঁর পদক্ষেপ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের বক্তৃতায় বলেছিলেন, তাঁর দেশের মানুষ যেন অন্ন, বস্ত্র ও উন্নত জীবন পায়। সেখানে দেশকে গড়ে তোলার সার্বিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনৈতিক নীতিমালা কি হবে এবং বাংলাদেশকে নিয়ে তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা জাতির পিতা ওই বক্তৃতায় উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখনই বঙ্গবন্ধু উন্নয়নের পথে যাত্রা শুরু করেন তখনই ’৭৫ এর ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যার শিকার হতে হয়। দুর্ভাগ্য, দেশ পুনর্গঠনের শুরু করা কাজ তিনি শেষ করে যেতে পারেননি। আমি ও ছোট বোন রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যাই।
প্রধানমন্ত্রী বলেন, কন্যা হিসেবেই এটা আমার দায়িত্ব যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছিলেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশকে বিশ্বসভায় একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করা- তাঁর সেই আকাঙ্খা পূরণ করা। সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা আমার কর্তব্য। সেই লক্ষ্য নিয়েই আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছি।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পর ২১ বছর পর আমরা যথন ’৯৬ সালে প্রথম সরকার গঠন করেছি তখন থেকেই দেশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। কারণ ২১ বছর হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়ে ’৭৫ এর ঘাতক এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশকে পিছিয়ে রেখেছিল।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুর্দিন কেটে গেছে। আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়তে তুলে আনতে পেরেছি। আজ বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে এখন আর কেউ দরিদ্র বা দুর্যোগের দেশ বলে অবহেলা করতে পারে না। বরং আমাদের উন্নয়ন আজকে তাদের কাছে দৃশ্যমান।
একটি পরিকল্পিত নীতিমালার ভিত্তিতে তাঁর সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলেই আজকে দেশের উন্নয়ন সমগ্র জাতি ও বিশ্ববাসীর কাছে দৃশ্যমান হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এ সময় জাতিসংঘ প্রণীত এমডিজি বাস্তবায়নে তাঁর সরকারের সাফল্যের উল্লেখ করে বলেন, এসডিজি বাস্তবায়নেও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজির কার্যক্রমের মধ্যে ৫৬টি লক্ষ্য আমরা সুনির্দিষ্টভাবে গ্রহণ করেছি। আর যে ২০২টি টার্গেট নেয়া হয়েছে, তার অনেক কাজই আমরা ইতোমধ্যে করে ফেলেছি। এছাড়া আরো ১১টি লক্ষ্য রয়েছে, যেগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন যেন স্থায়ী হয় সেদিকে লক্ষ্য রখেই আমরা এখন আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছি।
এ প্রসংগে প্রধানমন্ত্রী তাঁর সরকারের উদ্যোগেই পঞ্চম, ৬ষ্ঠ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের উল্লেখ করেন।
‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ শীর্ষক থিম নিয়ে আয়োজিত এবারের উন্নয়ন মেলা সম্পর্কে প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা কি কি কাজ করছি জনগণের তা জানা উচিত। পাশাপাশি জনগণকে এতে সম্পৃক্ত হতে হবে। কারণ জনগণের জন্য আমরা কাজ করছি এবং তাঁদেরকে সাথে নিয়েই পথ চলতে চাই। যাতে করে আমাদের উন্নয়নগুলো দ্রুত ত্বরান্বিত হয় এবং সেগুলো যেন স্থায়ী হয়। এজন্যই আমরা জেলা এবং উপজেলায় এই উন্নয়ন মেলার আয়োজন করেছি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এসব মেলার ৪ হাজার ৩৪০টি স্টলে সরকারের প্রদেয় সেবাসমূহ এবং জনগণ তাদের প্রাপ্ত অধিকারসমূহ জানতে পারবে। শুধু জনগণ এটাই জানে এমডিজি বা এসডিজি এগুলো কি, কোন খাতে এর অর্জনসমূহ তাও জানতে পারবে।
প্রত্যেক জেলার নিজস্ব ইতিহাস ও কৃষ্টি এবং প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলোও যেন মেলায় তুলে ধরা হয় সেজন্য প্রধানমন্ত্রী আয়োজকদের দিকনির্দেশনা প্রদান করেন।
এক্ষেত্রে শুধু দেশে নয়, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোও যেন তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করে প্রবাসী বাঙালি এবং বিশ্ববাসীকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সম্মক ধারণা দেয়ার চেষ্টা করে তারও নির্দেশ প্রদান দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এই উন্নয়ন মেলা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এই মেলার লক্ষ্য অর্জনে সকলকে আন্তরিক হওয়ারও আহবান জানান।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে- দেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, দেশব্যাপী ১৩ হাজার ১৩৬টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়া, সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন কর্মসূচিসহ তাঁর সরকারের উদ্যোগে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি খন্ড চিত্র তুলে ধরেন।
তাঁর সরকার দেশের শিল্পায়নকে ত্বরান্বিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ সেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে বলেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের জনগণের সঙ্গে কথা বলতে পারছি।
তিনি বলেন, আজকে ঢাকায় বসে সারা বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে পারছি এবং গণশুনানি নেয়া হচ্ছে। যার মাধ্যমে স্থানীয় জনগণের কি প্রয়োজন ও সমস্যা সেটা জানার ও মেটানোর সুযোগ হচ্ছে এবং তারাও বিভিন্ন কর্মকান্ডে তাদের মতামত দিয়ে সহযোগিতা করতে পারছেন।
শেখ হাসিনা বলেন, জাতি ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। কাজেই এ সময়ের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনে আমি সকলের সহযোগিতা চাই।
২০৪১ সাল নাগাদ বাংলাদেশ সমগ্র পৃথিবীর বুকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল