315
Published on নভেম্বর 30, 2016বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপির সাথে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
উপমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে স্লোভেনিয়া তৈরি পোশাক, শাকসব্জি ও ফল আমদানী করতে পারে। তেমনি স্লোভেনিয়া থেকে বাংলাদেশ কৃষি-যন্ত্রপাতি আমদানী করতে পারে।
খাদ্য উৎপাদনে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং নানা অর্জন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্লোভেনিয়ার উপমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশ থেকে স্লোভেনিয়া উচ্চ মানসম্পন্ন ঔষধ আমদানী করতে পারে বলেও তাকে জানান।
তিন দিনের সফরে গত ২৮ নভেম্বর উপমন্ত্রী তানজা বাংলাদেশে আসেন এবং আজ রাতে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।