আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে সিআরআই এর বিশেষ লেট’স টক

360

Published on অক্টোবর 24, 2016
  • Details Image

এই বিশেষ লেট’স টক-টি সোহরাওয়ার্দি উদ্যানে Albd.org এর স্টলে অনুষ্ঠিত হয় যেখানে প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সম্মেলনে আগত অতিথি, দেশের তৃনমূল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকেরা তরুণ কেন্দ্রীয় নেতা, সফল মন্ত্রী ও নীতি নির্ধারকদের কাছে নিজেদের প্রশ্ন তুলে ধরার সুযোগ পান। তাৎক্ষণিক এই লেট’স টকে জাতীয় ও আঞ্চলিক উন্নয়ন, তরুণদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করা, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। 

এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিম রাজ্জাক এমপি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. ইয়াফেস ওসমান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রী নসরুল হামিদ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী তারানা হালিম, নজরুল ইসলাম বাবু এমপি, ডা. মুরাদ হাসান এমপি এবং মোঃ শফিকুল ইসলাম বাবু এমপি।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত