362
Published on অক্টোবর 20, 2016এ ছাড়াও জাতীয় সম্মলনে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর দু’টি স্টল থাকবে। তার একটি পাওয়া যাবে আওয়ামী লীগ সরকারের গত প্রায় আট বছরের সকল উন্নয়ন ও সফলতার ওপর গবেষণালদ্ধ সকল প্রকাশনা। এসব প্রকাশনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বেশ কিছু প্রকাশনা থাকবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক প্রকাশনাও থাকবে।
অপর স্টলে থাকবে বেশ কিছু ইনস্টলেশন। সেখানে তথ্যচিত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে- জননেত্রী শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম (১৯৮১-১৯৯৬), ছবিতে বঙ্গবন্ধু, ৭ই মার্চের ভাষণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা (১৯৪৯-২০০৮) ।
আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ইভেন্ট খোলা হয়েছে। সেখানে 'বাংলাদেশ আওয়ামী লীগ' এর ২০তম জাতীয় সম্মেলনে সবাইকে স্বাগতম জানানো হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, অক্টোবর ২২-২৩ তারিখে অনুষ্ঠিতব্য এই সম্মেলন যথাক্রমে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে ৬,৫৭০ জন কাউন্সিলর এই সম্মেলনে ভোটের মাধ্যমে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবেন। পাশাপাশি মহানগর থেকে তৃণমূল, সকল পর্যায়ের ৫০ হাজারের বেশি নেতা-কর্মী-সমর্থক এই কাউন্সিলে উপস্থিত থাকবেন।
গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের জন্য, জেলা থেকে ইউনিয়ন, সকল পর্যায়ে সম্মেলনের চূড়ান্ত রূপ হলো এই জাতীয় সম্মেলন। দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।