386
Published on সেপ্টেম্বর 25, 2016বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিরোধীদল কোনও রাজনৈতিক স্থান পাচ্ছে না, এ বক্তব্য ঠিক নয়। তারা মিছিল-মিটিং র্যালি সব কিছুই করছে। তিনি বলেন, একটা রাজনৈতিক দল ভুল করলে খেসারত তাকেই দিতে হয়। তারা নির্বাচনে না এসে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। স্পেস দেওয়ার নামে কী তাদের আবার মানুষ পুড়িয়ে হত্যার সুযোগ করে দিতে হবে? তিনি বলেন, কথা তো কারো কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে না। যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। রাজনীতির যে যথেষ্ট সুযোগ রয়েছে এতে কোন সন্দেহ নেই। তিনি বলেন, বাংলাদেশে ব্যক্তিগত মালিকানাধীন টিভি চ্যানেল আমিই করে দিয়েছি। এসব টিভি চ্যানেলে সরকারের অহরহ সমালোচনা চলছে। তিনি বলেন, বিরোধীদলের উন্নয়নের রাজনীতির ব্যাপারে কোন আগ্রহ নেই। তারা অতীতে অগণতান্ত্রিকভাবেই ক্ষমতায় এসেছিল।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের জাতীয় দায়িত্ব ছিল। এ ব্যাপারে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেন, সাজাপ্রাপ্ত ১১ হাজার যুদ্ধাপরাধীরও মুক্তি দেন। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সেক্টরে উন্নয়ন, দারিদ্র্যমুক্ত ও আর্থ সামাজিক উন্নয়ন করা। এক্ষেত্রে আমরা সফল হচ্ছি। দারিদ্র্যের হার ২২.৪ ভাগে নামিয়ে এনেছি। বাজেট বৃদ্ধি করেছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হচ্ছে। ৫ কোটি মানুষ নিম্নবৃত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। হতদরিদ্রদের কষ্ট দূর করতে ১০ টাকায় ৩০ কেজি করে চাল ক্রয়ের সুযোগ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও একাধিক পার্শ্ববৈঠকে যোগ দেন ও বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। নিউইয়র্ক সফর শেষে বর্তমানে তিনি ওয়াশিংটন অবস্থান করছেন। পুত্র-কন্যা, নাতি-নাতনিদের সান্নিধ্যে কটা দিন অতিবাহিত করার অভিপ্রায়ে প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিসংলগ্ন ভার্জিনিয়ায় পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।