চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর চিঠির উত্তর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

3752

Published on সেপ্টেম্বর 24, 2016
  • Details Image

আগস্ট ১৫ তারিখে পটুয়াখালী গভঃ জুবিলী হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস জেলার মির্জাগঞ্জ উপজেলায় পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখে।

প্রধানমন্ত্রী ঐ চিঠির জবাবে বলেন শীর্ষেন্দুর চিঠি পেয়ে তিনি উচ্ছ্বসিত। নৌকায় নদী পার হবার ঝুঁকি নিয়ে ছেলেটির উদ্বেগের প্রশংসা করেন তিনি।

25 09 2016-Shirshendu Bishwas letter

প্রধানমন্ত্রী জানান মির্জাগঞ্জের পায়রা নদী যে অত্যন্ত খরস্রোতা সে বিষয়ে তিনি অবগত আছেন। শীর্ষেন্দুকে ঐ নদীতে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

স্কুল সুত্র থেকে জানা যায় সেপ্টেম্বর ৮ তারিখে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি সেপ্টেম্বর ২০ তারিখে স্কুলে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে শীর্ষেন্দু জানায় সে বাংলাদেশের একজন নাগরিক। তার বাবার নাম বিশ্বজিৎ বিশ্বাস এবং মায়ের নাম শীলা রাণী সন্নামত।

“আমি পটুয়াখালী গভঃ হাই স্কুলের চতুর্থ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার দাদু অবিনাস সন্নামত একজন বীর মুক্তিযোদ্ধা।”

সে জানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শৈশব কাল নিয়ে রচনা লিখে সে তৃতীয় স্থান অর্জন করে।

25 09 2016-Shirshendu Bishwas letter response

“আমাদের গ্রামের বাড়ি ঝালকাঠি। আমাদের মির্জাগঞ্জ নদী পার হয়ে যেতে হয়... ঐ নদীতে প্রচণ্ড ঢেউ... কখনো নৌকা ডুবে যায়, কখনো কখনো ট্রলার ডুবে যায়।”

ছেলেটি জানায় এসব দুর্ঘটনায় অনেকেই প্রান হারিয়েছেন এবং সে তার বাবা মাকে হারাতে চায়না কারণ সে তাঁদের খুব ভালবাসে।

“তাই আমাদের জন্য মির্জাগঞ্জের পায়রা নদীতে একটি ব্রিজ তৈরীর ব্যবস্থা করুন,” চিঠির শেষে এই কথা লিখে শীর্ষেন্দু।

আমাদের প্রতিনিধির সঙ্গে কথোপকথনে শীর্ষেন্দু জানায় আগস্ট ১৫ তারিখে সে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে এবং ডাকে পাঠায়।

শীর্ষেন্দু তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা পটুয়াখালী শহরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং তার মা সমাজ কল্যাণ দপ্তরে কাজ করেন। শহরের পুরান বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন তারা।

শীর্ষেন্দুর বাবা বিশ্বজিৎ বলেন “তাকে নিয়ে আমরা খুব গর্বিত। প্রধানমন্রী তার চিঠির জবাব দিয়েছেন বলে আমরা আনন্দিত।”

প্রধানমন্ত্রীর লেখা চিঠি আগামী কাল শীর্ষেন্দুর কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে বলে জানান পটুয়াখালী গভঃ হাই স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।

খবর ও ছবিঃ দ্যা ডেইলি স্টার

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত