347
Published on সেপ্টেম্বর 22, 2016প্রধানমন্ত্রী বুধবার জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নেইডার আম্মানের সাথে দ্বিপাক্ষিক এক বৈঠকে এই আহবান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দুই নেতা বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেছেন।
তিনি জানান, দুই নেতার বৈঠকে পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের বিষয় আলোচনায় এসেছে।
পরে জাতিসংঘের সদর দফতরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। প্রেস সচিব জানান, এই বৈঠকে তারা অভিবাসী ও ব্রেক্সিট নিয়ে আলোচনা করেন।
বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্র সচিব মো: শহিদুল হক উপস্থিত ছিলেন।