307
Published on আগস্ট 13, 2016শনিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সরদার শরাফত আলীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সর অনুষ্ঠানটি মাল্টি মিডিয়া স্কিনে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে জেলা প্রশাসক সরদার শরাফত আলী অবহিত করেন যে, এই উদ্বোধনের তালিকায় জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
জেলা প্রশাসক জানান, এই তালিকায় সদর উপজেলার ৫টি, মধুখালির ৩টি, বোয়ালমারির ৩টি, আলফাডাঙ্গার ২টি, সালথার ৩টি, ভাঙ্গার ৩টি সদরপুরের ২টি এবং চরভদ্রাসন উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ রয়েছে।
তিনি বলেন, ভিডিও কনফারেন্সিং মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো নিজ নিজ আয়োজনে প্রত্যক্ষ করেছে।
গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কর্মকর্তাসহ বিপুলসংখ্যক লোক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি আনয়নে অক্লান্ত প্রচেষ্টা চালানোর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল