409
Published on জুলাই 9, 2016সারাদেশের কয়েক হাজার ঈদের জামাতে শরীক লাখ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা মোনাজাতে বলেন, হে আল্লাহ আমরা সকল প্রকার ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে রক্ষার জন্য আপনার সাহায্য চাই এবং সমন্বিত প্রচেষ্টার গ্রহণের মাধ্যমে যাতে জঙ্গিবাদ প্রতিহত করতে পারি তার জন্য আপনার রহমত কামনা করি।
ঈদের নামাজ শেষে ইমামগণ তাদের বিশেষ খুতবায়ও মুসল্লিদের ইসলামের সঠিক অর্থ অনুধাবন এবং ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে শান্তি বিনষ্টকারী ও দেশের স্থিতিশীলতা নস্যাতের কাজের সঙ্গে জড়িতদের প্রতিহত করার আহবান জানান।
ইমামগণ জনগণকে তাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকার এবং তাদের সন্তানদের অস্বাভাবিক গতিবিধি ও আচরণ দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর পরামর্শ দেন।
সারাদেশে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামগণ জনগণের প্রতি ইসলামের নামে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের পরামর্শ দেন।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের আগে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইসলামী চিন্তাবিদ ও শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ জনগণের প্রতি আতংকিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি জঙ্গিবাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বরং তিনি উগ্রবাদ নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, এ দিনে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সব মানুষ এক কাতারে এসে দাঁড়ায়। অতএব ঈদুল ফিতরের অনন্য আবেদন হচ্ছে একটি শান্তিপূর্ণ ও বন্ধুপ্রতীম সমাজ গড়ে তোলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিনে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিভাবকদের প্রতি তাদের নিখোঁজ সন্তানদের বাড়ি ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সরকার তাদের নিখোঁজ সন্তানদের খুঁজে বের করতে এবং তাদের চিকিৎসায় সবধরনের সহায়তা দেবে।
প্রধানমন্ত্রী কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি যেসব শিক্ষার্থী দীর্ঘ সময় তাদের ক্লাশে অনুপস্থিত তাদের ব্যাপারে পুলিশকে অবহিত করারও আহ্বান জানান।