391
Published on জুন 29, 2016মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মজীবী মায়ের সন্তানদের পরিচর্যা নিশ্চিতকরণের ওপর গুরুত্বরোপ করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি শিল্প-কারখানায় দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে চাই। এর জন্য কারখানার মালিকদের কেবলমাত্র জমি দিতে হবে। অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতা সরকার প্রদান করবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর সব উন্নত দেশে মায়েদের কর্মস্থলে দিবাযত্ন কেন্দ্র রয়েছে। প্রধানমন্ত্রী চান- আমাদের দেশেও প্রয়োজনীয় দিবাযত্ন কেন্দ্র গড়ে উঠুক। এতে কর্মজীবী নারীরা মনোযোগ সহকারে দায়িত্ব পালন করতে পারবে।
উল্লেখ্য, আজকের একনেক বৈঠকে দেশে ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের লক্ষে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এছাড়া বর্তমানে সরকার সারাদেশে ৪৩টি দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে।
দিবাযত্ন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নেয়া প্রকল্পের পরিধি আগামীতে আরো বাড়ানো হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।