জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের সমর্থন চায় সুইডেন

319

Published on জুন 26, 2016
  • Details Image

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, রোববার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনে আলাপকালে সুইডেনের প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন।

প্রেস সচিব বলেন, ১০ মিনিটের টেলিফোন আলাপকালে উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সুইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ হাসিনাও সুইডেনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামি ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টে যোগদানের জন্য কেজেল স্টেফান লফভেন-কে আমন্ত্রণ জানান।

ইহসানুল করিম জানান, উভয় প্রধানমন্ত্রী আগামি ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল শরণার্থী ও অভিবাসী বিষয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যৌথ সভাপতিত্ব করার বিষয়েও একমত হন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত