370
Published on জুন 21, 2016বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার ‘এসিস্ট্যান্ট মিনিস্টার’ জি লুন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির হার অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের আটজন সংসদ সদস্য এবং আটজন তরুণ নেতার ১২ থেকে ১৭ জুন পর্যন্ত ছয়দিন ব্যাপি চীন সফরকালে চীনা নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এই প্রতিনিধিদলের অন্যতম সদস্য, সিআরআই এর পলিসি এনালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফারহাদ বলেন, চাইনিজ কমিউনিস্ট ইয়ুথ লীগ আগামী ২৪-৩০ অক্টোবর বেইজিং এ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক যুব সম্মেলন ও যুব ক্যাম্প এ বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য আহবান করেছে।
সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটি'র সহ-সম্পাদক ব্যারিস্টার ফারহাদ বলেন তাঁরা এই সফর থেকে চীনের রাজনীতি ও সমাজ সম্পর্কে জানতে পেরেছেন। দুই দেশের নাগরিক ও তরূন রাজনীতিকদের মধ্যে তথ্য আদানপ্রদান ও যোগাযোগ চীন ও বাংলাদেশকে আরো কাছাকাছি আসতে সহায়ক হবে বলেও জানান তিনি।
সিআরআই এর সহকারী সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লোগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক তন্ময় আহমেদ বলেন, এই সফরের বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ক্রমবর্ধমান উন্নয়নের কথা বারবার উঠে এসেছে।
ঢাকায় চীনের দূতাবাস এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার সহায়তায় এ সফরের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
বাংলাদেশের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং সফরের প্রধান সমন্বয়কারী ছিলেন সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।
চীনে অবস্থানকালে প্রতিনিধিদলটি কুনমিং, তিয়ানজিং এবং বেইজিং সফর করেন। এ সময় তারা চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার ‘এসিস্ট্যান্ট মিনিস্টার’ জি লুন এবং ইউনান প্রদেশের পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ওয়াঙ্গ সুফেন প্রমুখ চীনা নের্তৃবৃন্দ এবং কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
অন্যদিকে, চীনের কমিউনিস্ট ইয়ুথ লীগের পক্ষ থেকে এ বছরের ২৪ থেকে ৩০ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব ফোরাম ও যুব ক্যাম্প-এ বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, প্রতিনিধিদলে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা হলেন- কাজী নাবিল আহমেদ, নাহিম রাজ্জাক, ফারহাদ হোসেন, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক), রাজী মোহাম্মদ ফখরুল, ফজিলাতুন্নেসা বাপ্পী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং নূরজাহান বেগম।