প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে সিআরআই এর প্রশংসায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

311

Published on জুন 10, 2016
  • Details Image

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় আসার পরে সিআরআই এর ওপর হামলা চালায় এবং এর কার্যালয় ভাংচুর ও তছনছ করে। এর ৬০টি কম্পিউটার তখন তারা ভেঙ্গে ফেলেছিল।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন।

তাঁরা সিআরআই’র কর্মকান্ডের ও প্রশংসা করে বলেন, এর কর্মকর্তারা অত্যন্ত মেধাবী এবং চিন্তাশীল ।

গ্লেন কাওয়ানের নেতৃত্বে ’ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের’একটি ৬-সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা, এটি বিশ্বের ৪০টি দেশে তাদের কর্মকান্ড পরিচালনা করছে। এই সংগঠনটি সরকার এনজিও এবং রাষ্ট্রের বিভিন্ন অংশকে দেশের গণতন্ত্রায়ণে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন পর্যবেক্ষণ এবং বহু দলীয় গণতান্ত্রিক পদ্ধতি গড়ে তুলতে সহযোগিতা ও পরামর্শ প্রদান করে থাকে।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং ডেমোক্রাসী ইন্টারন্যাশনালের মধ্যে দীর্ঘ সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, তারা দীর্ঘ ২০ বছর যাবত বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছে।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত