ডেসকো'র পেশাদারিত্ব বৃদ্ধি করতে প্রতিমন্ত্রী নসরুল হামিদের নির্দেশ

1288

Published on জুন 4, 2016
  • Details Image

রাজধানীর হোটেল রেডিসনে শনিবার এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন।

ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) এবং একটি কোরিয়ান ভিত্তিক প্রতিষ্ঠান হাইওসুং কর্পোরেশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ডেসকো এলাকার অধীনে পাঁচটি সাব-স্টেশন নির্মাণ এবং ১২৮ কিলোমিটারে ১৩২ কেভি ভূগর্ভস্থ উৎস লাইন স্থাপন করা হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- ডেসকো’র সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুলফিকার তামিম এবং হাইওসুং কর্পোরেশনের গ্লোবাল প্রজেক্ট বিজনেস টিমের (পাওয়ার সিস্টেম পারফরমেন্স) জেনারেল ম্যানেজার/সিনিয়র ম্যানেজার টে-বুম উন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডেসকো’র পরিবেশ উন্নত করতে হবে এবং তাদের সমস্যার সমাধান করতে হবে।’ ডেসকো তার সেবার মান উন্নত করে ভোক্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তা বক্তৃতা করেন। এডিবি’র অর্থায়নে ৪৫৫ কোটি টাকা ব্যায়ে ১৮ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে হাইওসুং।

বর্তমানে ডেসকো ৭,০৫,২৩৪ জন ভোক্তাকে সেবা প্রদান করে আসছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত