দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ-বুলগেরিয়ার চারটি চুক্তি স্বাক্ষর

411

Published on মে 20, 2016
  • Details Image

সোফিয়ার মন্ত্রিপরিষদে দুই সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসভ এই দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

স্বাক্ষরিত তিনটি সমঝোতা স্মারক হচ্ছে : দুই সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়র ডিপ্লোমেটিক ইনস্টিটিউট ও বাংলাদেশের ফরেইন সার্ভিস একাডেমীর মধ্যে সহযোগিতা এবং বুলগেরিয়ার স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন একাডেমী ও বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহযোগিতা।

দুই দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সমিতি- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বুলগেরিয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর মধ্যে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী ও বুলগেরিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টাইন পোরিয়াজভ দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার বিষয়ে একটি এমওইউ’তে স্বাক্ষর করেন।

অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত এমওইউ’তে স্বাক্ষর করেন যথাক্রমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও বুলগেরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দানিয়েলা ভেজিয়েভা।

এসএমই সহযোগিতার বিষয়ে এমওইউতে স্বাক্ষর করেন যথাক্রমে বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক ম্যারিয়েটা জাহারিয়েভা।

বাংলাদেশ ও পূর্ব ইউরোপীয় দেশটির দুটি সর্বোচ্চ বণিক সমিতির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিসিসিআই’র মহাসচিব ভাসিল তোদোরোভ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শফিকুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আশা প্রকাশ করেন যে, এই সব দলিল উভয় দেশের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত