গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে বুলগেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

441

Published on মে 15, 2016
  • Details Image

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১৮ মে স্থানীয় সময় সকাল আটটার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশগ্রহণ ছাড়াও শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।

বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি সোফিয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা। ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রী ২১ মে সকাল সাড়ে ছয়টায় দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত