হেলথ কল সেন্টার এর উদ্বোধনঃ ২৪ ঘন্টা মিলবে স্বাস্থ্যসেবা

529

Published on এপ্রিল 24, 2016
  • Details Image

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে হেলথ কল সেন্টার বা স্বাস্থ্য হেলপ-লাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

অনুষ্ঠানে জানানো হয়, এই নম্বরে কল করলে দেশের যে কোন স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তি সরকারী-বেসরকারী এম্বুলেন্স ডাকতেও সহায়তা করবে। জানা যাবে স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্য। একই সাথে সরকারী- বেসরকারী স্বাস্থ্য সেবা অথবা হাসপাতাল/ক্লিনিক সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ জানানো যাবে। প্রাপ্ত অভিযোগ বা পরামর্শগুলোর ব্যাপারে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

যুক্তরাজ্য সরকারের ইউকেএইডের অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ সেবাটি চালু করেছে। সেবাটি যেন নিজের আয়ে নিজেই চলতে পারে পরবর্তিতে সে উদ্যোগ নেয়া হবে। ঢাকার একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড সেবাটি পরিচালনার দায়িত্ব পেয়েছে।

স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী, জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহি হাসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর আরো একটি যুগান্তকারী উদ্যোগ এই সরকারি কল সেন্টারটি। স্বাস্থ্যসেবা মানুষের ঘরের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক।

তিনি বলেন, এখন এই কল সেন্টারের মাধ্যমে মানুষ জরুরি বা যেকোনো স্বাস্থ্য সমস্যায় যেকোনো স্থান থেকেই সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ঘরের বাতায়ন বা জানালা দিয়ে এই স্বাস্থ্যসেবা সকলের ঘরের ভেতরে পৌঁছে যাবে ফোনের মাধ্যমে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে আমরা নানা ধরণের স্বাস্থ্যসেবা দেবো। এর ফলে অতিদরিদ্র মানুষ সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবে। তবে কেউ যদি সরকারি/ বেসরকারি স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল/ ক্লিনিক সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাপ্ত অভিযোগ এবং পরামর্শগুলোর ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবো।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত